বই-এর মননশীল আলোচনার দরকার আছে। নাহলে সাহিত্যের স্বঘোষিত মুরুব্বিদের মতামতের বাইরে পাঠ্য কিছু পড়ে থাকবেনা। সামাজিক মাধ্যমের রোয়াকে এই মুরুব্বিরা কোনও বইয়ের নোবেল পাওয়ার কথা থেকে আরম্ভ করে এই শতাব্দীর শ্রেষ্ঠ কবি কে, তার মেধাক্রম তৈরি করেন। এঁদের অধিকাংশই সৃজনশীল সাহিত্যে অপারঙ্গম। কিন্তু এঁরাই সাহিত্যের বাজারে শেয়ারের দাম ঠিক করে থাকেন। আমরা পাঠ-প্রিয় বাঙালির পাশে থাকতে চাই, ‘ওপিনিয়ন মেকার'-দের দলে নয়। আকাশপ্রদীপ নক্ষত্রলোক থেকে চোখে পড়েনা। কিন্তু তার প্রয়োজন তারার দেশে রয়ে যাওয়া প্রিয়জনকে বার্তা পাঠানোয় । বইকথা সেই আকাশ-প্রদীপ।